অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এ গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের জন্য ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছে প্রাইম ব্যাংক।
রোববার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কাছে প্রাইম ব্যাংক এর পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ।
উল্লেখ্য আশ্রয়ণ প্রকল্প-২ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হবে।