নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এইচ টি ইমাম মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তাঁর মতো বিচক্ষণ ব্যক্তির মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে অবিস্মরণীয় হয়ে থাকবেন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।