জ্যেষ্ঠ প্রতিবেদকঃ আজ শোকের মাস আগস্ট মাস শুরু। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। এই মাসটিকে শোকাবহ মাস হিসেবে পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
প্রতি বছরের মতো এবারও কৃষকলীগের ১৫১ জন নেতার রক্তদান ও আলোচনা সভার মাধ্যমে মাসটি শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীনরা।
কৃষক লীগ জানায়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ও জাতীয় কমিটির ১৫১ জন নেতা রক্তদান করবেন। এছাড়া কৃষক লীগের ৭৮ টি সাংগঠনিক জেলা ও ৫০২টি সাংগঠনিক উপজেলার নেতারা কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ও জাতীয় কমিটির নেতাসহ ২ হাজার ৫০০ নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট সব শহীদদের স্মরণে আমরা রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আগামীকাল সকালে কালো ব্যাজ ধারণ করবো। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালন করা হবে।