নিজস্ব প্রতিবেদক : বিগত দেড় দশকে প্রায় প্রতিটি ক্ষেত্রেই শাখা-প্রশাখা বিস্তার করে দুর্নীতি ও অনিয়ম। এগুলো দূর করার জন্য বিভিন্ন উদ্যোগ থাকলেও রাঘববোয়ালরা ছিল ধরাছোঁয়ার বাইরে। এজন্য ব্যাপকভাবে সমালোচিতও হয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এবার প্রভাবশালী দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে তৎপর হচ্ছে দুদক। দুদক সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আস্থা অর্জনে নির্ভয়ে কাজ করতে ইচ্ছুক দুদকের হাইকমান্ড। এজন্য বিগত সরকারের দুর্নীতিবাজ শীর্ষ আমলা-মন্ত্রী ও অনিয়মে জড়িত ব্যবসায়ীদের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সাক্ষাৎ শেষে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকের নামে দুদকে মামলা হচ্ছে। এসবের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। দুদক স্বাধীনভাবে তাদের কাজ করবে। আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও চাঁদাবাজি করে তাহলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহŸান জানাচ্ছি। জানা যায়, গত মে ও জুনে আলোচিত কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। যার মধ্যে ছিল ‘ছাগল কাÐে’ নাম আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ ছাড়া করোনা রিপোর্ট জালিয়াতি কাÐে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম আজাদ, সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের নামে মামলা করে দুদক। মধ্য জুলাই থেকে দুদকের কার্যক্রমে কিছুটা ধীর গতি দেখা যায়। এ সময় কমিশনের মামলা, অভিযোগপত্র কিংবা অনুসন্ধানের সিদ্ধান্ত ছিল কম। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের পর এখন নড়েচড়ে বসছে দুদক। একসময়কার প্রভাবশালীদের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও ব্যবস্থা নেওয়া শুরু করেছে সংস্থাটি। দুদক সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুদক সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) একাধিক প্রভাবশালীর সম্পদের তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য পাওয়া গেলে আরও প্রভাবশালীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করতে পারে দুদক। যার মধ্যে রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রমুখ। যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি রয়েছে এমন অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। সোবহানের সম্পদ অনুসন্ধানে মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) করেছে দুদক। এদিকে দুদকের আইন ও বিধিতে সংস্কার আনতে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, গত কয়েক বছরে দুদকের ভেতরেই প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, সর্ষের মধ্যের ভ‚ত তাড়াতে হবে। দুদক আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। দুদককে পুনর্গঠন করতে হবে। দুদককে ঠিক করে দিলে তারা স্বাধীনভাবে কাজ করবে। দুদকেও সংস্কার প্রয়োজন জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রæতিতে প্রত্যাশিত নতুন বাংলাদেশে রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের অপরিহার্য অংশ হিসেবে দুদককে ঢেলে সাজাতে হবে। অন্যথায় দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন অধরা থেকে যাবে। জানা যায়, এক-এগারোর পটপরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করা তত্ত¡াবধায়ক সরকারের সময় ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি দমনে জোরালো পদক্ষেপ নিয়েছিল। প্রায় দুই বছরে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাসহ প্রভাবশালী অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কিন্তু ২০০৯ সালে দলীয় সরকার ক্ষমতায় আসার পর দুদকের কার্যক্রমে পরিবর্তন আসে। ধীরে ধীরে ক্ষমতাসীনদের অনুগত হয়ে ওঠে সংস্থাটি। সময়ের সঙ্গে সঙ্গে নখদন্তহীন হয়ে পড়ে দুদক। দুদকের শীর্ষপর্যায়ের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা দেশের জানান, সংস্থাটির সবচেয়ে উজ্জ্বল সময় ছিল ২০০৭ ও ২০০৮ সাল বা ওয়ান-ইলেভেনের সরকারের সময়। এরপর দলীয় সরকারের সময় সংস্থাটিতে অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করার অভিযোগও রয়েছে। ছোটখাটো কিছু দুর্নীতিবাজকে আইনের আওতায় আনলেও প্রভাবশালীদের বেলায় নিষ্ক্রিয়তার অভিযোগও আছে দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে। দুদক গঠিত হওয়ার আগে ছিল দুর্নীতি দমন ব্যুরো, যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ছিল। দুদকের কর্মকর্তারা জানান, দুর্নীতি দমন ব্যুরো যখন ছিল, তখন তার কার্যকলাপ ছিল অনেকটা বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। এ অবস্থায় একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার জন্য দাতা দেশ এবং সংস্থাগুলোর তীব্র চাপ ছিল। সুশীল সমাজ থেকেও একইভাবে চাপ দেওয়া হয়। একপর্যায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রথমে পাস হয় দুর্নীতি দমন আইন। গঠিত হয় কমিশন নিয়োগের বাছাই কমিটি। সবশেষ কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের মাধ্যমে গঠিত হয় দুদক। কর্মকর্তা বলেন, ওই সময় দাতাগোষ্ঠী এবং সুশীল সমাজ থেকে আশা করা হয়েছিল এটি হবে নিরপেক্ষ, স্বাধীন প্রতিষ্ঠান। এমনকি তখনকার বিএনপি সরকারও দুদক প্রতিষ্ঠাকে অর্জন হিসেবে উল্লেখ করে এর স্বাধীনতার কথাই বলেছিল। কিন্তু বাস্তবে সে সময়তো বটেই পরবর্তীকালেও সেটা আর বাস্তব হয়নি।