300X70
রবিবার , ১৯ জুন ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পদ্মার পানিও বাড়ছে, ফেরি চলাচল ব্যাহত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৯, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ

সংবাদদাতা, রাজবাড়ী: রাজবাড়ীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধিতে পদ্মা নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় তিন কিলোমিটার যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। ৬ থেকে ৮ ঘণ্টা সময় অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছে যানবাহনের চালকরা। বৈরী আবহাওয়ার কারণে তাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার বুকে জেগে থাকা অনেক ডুবোচর তলিয়ে গেছে। বর্তমানে পদ্মার পানি ৭.৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এভাবে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে গোয়ালন্দ উপজেলা নদী তীরবর্তী অনেক গ্রাম প্লাবিত হবে।

যাত্রী ও যানবাহনের চালকরা জানান, বেশ কয়েকদিন দৌলতদিয়া প্রান্তে কোনো ভোগান্তি ছিল না। পদ্মার পানি বৃদ্ধিতে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। কয়েকটি ফেরি স্রোতের প্রতিকূলে চলতে পারছে না। যে কারণে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমাদের সড়কে ৮ ঘণ্টা পর্যন্ত ফেরিপারের অপেক্ষায় থাকতে হচ্ছে। যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি বহরে ২০টি ফেরি রয়েছে। ফেরিগুলোর মধ্যে ২টি ফেরি পাটুরিয়া ডকইয়ার্ডে মেরামতের জন্য রয়েছে। ২টি ফেরি স্রোতের প্রতিকূলে চলতে পারছে না। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে বেশ কিছু যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, পদ্মার পানি আরও বৃদ্ধি পাবে। তবে জেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে। পানিবন্দি মানুষের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :