300X70
শুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৭, ২০২১ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দিনটিকে দেশের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক দিনগুলির একটি বলে চিহ্নিত করে, যখন ১৯৭১ সালে যুদ্ধে বিজয়ের ২ দিন আগে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগীরা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে পঙ্গু করে দেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দিনের সকল শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানায়। বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে (স্টার টাওয়ার, ৭ম তলা, ১২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী)।শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ রায়হান আজাদ, মাননীয় ভাইস-চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিস, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে অধিবেশনটি অলঙ্কৃত করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফফাত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা।সভাপতির হৃদয়ছোঁয়া বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলে অশ্রুশিক্ত নয়নে আবেগঘন হয়ে পড়েন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২৫শে মার্চ, ১৫ই আগষ্ট এবং ১৪ই ডিসেম্বরের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল (মোনাজাত) পরিচালনা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা। তার আবেগঘন বক্তৃতায় তিনি স্মরণ করেন যে, ১৪ই ডিসেম্বরের গণহত্যায় আমরা আমাদের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, সাংবাদিক, আইনজীবী, লেখক, গায়ক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীদের হারালাম যারা কখনো আমাদের কাছে ফিরে আসবে না। আমাদের স্বাধীনতা অর্জনের জন্য নয় মাসের কষ্ট ও কষ্টের মধ্যে যে চেতনা আমাদের ঐক্যবদ্ধ করেছিল, সেই চেতনাকে ধ্বংস করতে চায় এমন সমস্ত অশুভ শক্তিকে ব্যর্থ করার জন্য সম্মিলিতভাবে দাঁড়ানোর শপথ নিতে হবে।

অধ্যাপক ড. নাশিদ কামাল, ডিন, স্কুল অফ বিজনেস, অধ্যাপক এস.কে. মোঃ হাসানুজ্জামান, ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, অধ্যাপক ড. সুভময় দত্ত, ডিন, স্কুল অফ সায়েন্স, জনাব সাজ্জাদুর রশিদ, চেয়ারপারসন, স্থাপত্য বিভাগ, ড. মোঃ আব্দুস সালাম মন্ডল, চেয়ারপারসন, জনস্বাস্থ্য পুষ্টি বিভাগ আলোচনায় অংশগ্রহন করেন।

অন্যান্যদের মধ্যে, প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় প্রধানগন ও অনুষ্ঠানের পরিচালক, অনুষদ সদস্য, প্রশাসনিক প্রধান, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. নাসরিন আক্তার, চেয়ারপারসন, মানবিক বিভাগ।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :