নিজস্ব প্রতিবেদক: বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. রিয়াজুল করিম, এফসিএমএ এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মাননীয় মহাব্যবস্থাপক জনাব হোসনে আরা শিখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএমই ও কৃষি ঋণ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ২৫ টি এসএমই বান্ধব শাখার শাখা ব্যবস্থাপক সহ শাখার এসএমই গ্রাহক গন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মাননীয় মহাব্যবস্থাপক জনাব হোসনে আরা শিখা তাঁর বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের এসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের প্রদেয় বিভিন্ন নির্ধারিত লক্ষ্য অত্যন্ত সফলতার সাথে অর্জন করায় এবং সেই সাথে বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে উদ্যোক্তাদের সম্মাননা জানানোয় প্রিমিয়ার ব্যাংককে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ২৫ টি শাখার উদ্যোক্তাদের মধ্য থেকে ২৫ জন উদ্যোক্তাকে সেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জনাব এম. রিয়াজুল করিম, এফসিএমএ প্রিমিয়ার ব্যাংক কে একটি এসএমই বান্ধব গন মানুষের ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা করার অঙ্গিকার পুনঃব্যক্ত করেন।