300X70
বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রেমিকাকে হত্যার পর গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ ফোন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

 পুলিশের হাতে প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর উত্তরখানে চাঁনপাড়া এলাকায় রাশেদা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে (প্রেমিকা) হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। তার নাম হযরত আলী (৪৮) (প্রমিক)।

ঘটনার পর মঙ্গলবার রাতে উত্তরখান থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে রাশেদা নামের ৪০ বছর বয়সি ওই নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তার অভিযুক্ত খুনি হযরত আলীকে পুলিশ গ্রেফতার করে আজ আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরখান থানার চাঁনপাড়া এলাকায় প্রেমিকা রাশেদার আক্তারের বাসায় এ খুনের ঘটনাটি ঘটে।

আজ বুধবার বিকেলে ডিএমপির উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, নিহত নারীকে হযরত আলী স্ত্রী বলে দাবি করলেও মূলত ওই নারীর সঙ্গে তার এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী নিজের বাসা থেকে হযরতের চাঁনপাড়ার বাসায় যান। হযরত ছাপড়া ঘরের একটি কক্ষে একাই থাকতেন। হযরত ওই নারীকে বিয়ে করার কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে হযরত বিয়ে করতে রাজি না হলে দুই জনের মধ্যে কথা–কাটাকাটি এবং বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হযরত (প্রেমিক (তাকে পানের ছেঁচুনি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ওই নারী চিৎকার দিলে হযরত মসলা বাটার পাটা দিয়ে উপর্যুপরি মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তীতে ঘটনাটি ওই বাসার লোকজন এবং প্রতিবেশীরা টের পেয়ে হযরতের কক্ষের সামনে অবস্থান নেন। এ সময় তিনি স্হানীয় জনতার গণপিটুনি থেকে প্রানে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ওই নারী প্রেমিকাকে হত্যা করার কথা জানান।

ঘটনার পর উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মজিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হযরতকে গ্রেপ্তার করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে রাশেদার মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠান।

এদিকে, আজ বুধবার উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ দৈনিক বাংলাদেশ বুলেটিনকে জানান, নিহত নারীকে হযরত স্ত্রী বলে দাবি করেছেন। তবে, ওই নারী প্রেমিকা প্রকৃতপক্ষে আরেক জনের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হযরত আলী রাশেদাকে হত্যার কথা অকপটে স্বীকার করেছে।

ওসি আরও বলেন, হযরত আলী পুলিশের কাছে দাবি করেন, এ পর্যন্ত ওই নারী তার জমানো পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছেন। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় হযরত আলীর বিরুদ্ধে হত্যাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডিএমপির উত্তরখান থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ধারালো অস্ত্রের আঘাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন, স্বামী আটক

ঐতিহ্যগতভাবেই জামায়াত বিএনপির ঘনিষ্ঠ মিত্র : কাদের

স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য : জিএম কাদের

ম্যাক্রোঁর ঢাকা সফর : বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে

সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান

শ্বাসতন্ত্রের যত্নে এয়ার কন্ডিশনার

বাণিজ্যিক ব্যবহারের সুযোগ বাড়ল হুয়াওয়ের মাইনহারমোনি অপারেটিং সিস্টেমের

সার্বক্ষণিক ডিজিটাল গ্রাহক সেবা প্ল্যাটফর্ম ‘স্মার্ট কাস্টমার পোর্টাল’ চালু করলো মেটলাইফ বাংলাদেশ

সব মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে : সিনিয়র সচিব

২১ আগস্টে হামলাকারীদের বিচার ও রায় দ্রুত কার্যকর করতে হবে : বাউবি উপাচার্য

ব্রেকিং নিউজ :