300X70
সোমবার , ২২ নভেম্বর ২০২১ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রেমিক কথা বন্ধ করায় পুলিশে অভিযোগ তরুণীর, অতঃপর…

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২২, ২০২১ ৯:৩৩ পূর্বাহ্ণ

বাহিরের ডেস্ক: মান-অভিমান না থাকলে প্রেম পূর্ণতা পায় না। প্রিয় মানুষটির সঙ্গে নানা কারণে মান-অভিমান হতেই পারে। অনেক সময় এই মান-অভিমান থেকে দুজনের মধ্যে কথাও বন্ধ থাকে। আবার সময়ের সঙ্গে তা নিজেরাই তা মিটিয়ে নেন।

কিন্তু প্রেমিক কথা বন্ধ করায় পুলিশের কাছে অভিযোগ করে বসলেন এক তরুণী। তবে পুলিশ অবশ্য ওই তরুণীর অভিযোগ উড়িয়ে দেয়নি। বিষয়টি সুরাহার চেষ্টা করেছে ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এলাকার এক তরুণীর প্রেমিক তার সঙ্গে কথা বন্ধ করায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন।

ওই প্রতিবেদনে বলা হয়, প্রেমিকের জন্মদিনে ওই তরুণী তাকে শুভেচ্ছা জানাননি। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মেয়েটির প্রেমিক তার সঙ্গে কথা বন্ধ করে দেন।

মেয়েটি অবশ্য বেশ কয়েকবার প্রেমিকের মান ভাঙানোর চেষ্টা করেছেন। কিন্তু তাতেও তার প্রেমিকের মন গলেনি।

কোনোভাবেই প্রেমিকের মান ভাঙাতে না পেরে শেষমেষ পুলিশের শরণাপন্ন হন ওই তরুণী। পুলিশকে গিয়ে অনুরোধ করেন প্রেমিকের সঙ্গে তাকে কথা বলিয়ে দিতে।

তরুণীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ তার প্রেমিককে ডেকে পাঠায়। দুজনের সঙ্গে আলোচনার পর পুলিশ ওই যুগলকে বিয়ে করার পরামর্শ দেয়।

তাদের পরিবারও পুলিশের পরামর্শের ব্যাপারে একমত হন। ওই যুগলের বিয়েও হয়ে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :