সভাপতি খোকন, সম্পাদক ফিরোজ
নিজস্ব প্রতিবেদক: সংবাদযোদ্ধা সাজ্জাদ আহম্মেদ খোকনকে সভাপতি ও ফিরোজ সাইকে সাধারণ সম্পাদক করে অনলাইন প্রেস ইউনিটি নারায়ণগঞ্জ মহানগর দক্ষিণের অনুমোদন দিয়েছেন প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ ও মহাসচিব চন্দন চন্দ্র দাস।
২৮ জানুয়ারি ২০২১ অনুমোদিত এই কমিটির অন্যরা হলেন-সহ সভাপতি -আনিছুর রহমান রনি (দৈনিক স্বাধীন সংবাদ) সহ সাধারণ সম্পাদক হাতিম বাদশা (সাপ্তাহিক ক্রাইম ডাইরি), সাংগঠনিক সম্পাদক মিঠুন সর্দার (নিউজ ২৪ নারায়ণগঞ্জ), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন (বর্তমান খবর), দপ্তর সম্পাদক-এ,এস,এম জিয়া হায়দার জিয়া, প্রচার সম্পাদক মোঃ রাশেদ (জয়যাত্রা টিভি), সহ প্রচার সম্পাদক মাহামুদুল হাসান সম্রাট (দৈনিক বিশ্ব মানচিত্র) সদস্য- মো. পাবেল (বিডি অল নিউজ ২৪) ও সদস্য- মোঃ রাকিব (সিনে বাংলা টিভি)। আগামী ১ বছরের জন্য অনুমোদিত এই কমিটি সংবাদযোদ্ধা এবং সংবাদমাধ্যমের অধিকার আদায়ের জন্য নিবেদিত থেকে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।