300X70
মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ফরিদগঞ্জে সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৯, ২০২২ ৬:২১ অপরাহ্ণ

প্রতিনিধি, ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে যথাযোগ্য মর্য্যাদায় প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসের কর্মসূচীতে ছিল আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এতে, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে জড়িত প্রায় সকল সাংবাদিক উপস্থিত হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। গতকাল বিকাল পাঁচ ঘটিকায় দৈনিক চাঁদপুর দর্পণ এর ফরিদগঞ্জ অফিসের আয়োজনে কর্মসূচী পালন করা হয় ফরিদগঞ্জ প্রেসক্লাবে।

আলোচনাকালে বক্তারা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই-এর স্টাফ রির্পোটার ও জেলা থেকে নিয়মিত প্রকাশিত পত্রিকা ‘দৈনিক চাঁদপুর দর্পণ’-এর প্রতিষ্ঠাতা এবং ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রয়াত ইকরাম চৌধুরীর কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, ইকরাম চৌধুরী ছিলেন সৎ, নির্ভিক ও এ অঞ্চলের চারণ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু তা নয়, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিকগণ জানেন, একটি সংগঠনকে কিভাবে পেশার সকলের মিলনস্থলে পরিণত করতে হয়। তা তরতে গিয়ে তিনি সফল ও সার্থকতা অর্জন করেছেন। তার কর্মগুনে চাঁদপুর জেলার সাংবাদিক সমাজ বহুদিন তাকে স্মরণে রাখবেন। সাংবাদিকতা, সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তোলায় ইকরাম চৌধুরীর মতো সাংবাদিকদের অনুসরণ করতে হবে বলে বক্তারা মত প্রকাশ করেন। এক কথায়, সাংবাদিকতা ও সাংবাদিকদের সংগঠিত করতে তিনি ছিলেন বহুধা গুনের অধিকারী। চাঁদপুরে গুনি সাংবাদিকদের মধ্যে মরহুম ইকরাম চৌধুরী অমর হয়ে রয়েছেন ও থাকবেন।

বক্তারা আরও বলেন, ইকরাম চৌধুরী দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হওয়া সত্ত্বেও তিনি কখনো অফিসে বসে থাকেননি। শহর থেকে গ্রাম, মাঠ থেকে নদীর বুক – জেলার সমস্ত জনপদে তিনি ছুটে গেছেন সংবাদের খোঁজে। নবীণ-প্রবীণ সংবাদকর্মী যেখানে যার সাথে দেখা হতো, সকলের সাথে সর্বদা হাসিমুখে ও দীর্ঘদিনের চেনা সহকর্মীর মতো আচরণ করতেন। যা আমাদের বর্তমান সাংবাদকর্মীদের জন্য অনুসরনীয়। গুণী এই সাংবাদিককে আমরা হারিয়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছি, তা হয়তো পূরণ হবে। কিন্তু, কখনও দীর্ঘ সময় লেগে যায়।

প্রয়াত ইকরাম চৌধুরী’র জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর দর্পণ এর ফরিদগঞ্জ অফিসর প্রধান আবু হেনা মোস্তফা কামাল এর পরিচালনায় সময় টেলিভিশন ও কালেরকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সহ-সভাপতিত্রয় এমকে মানিক পাঠান, প্রভাষক মহিউদ্দিন ও একেএম সালাউদ্দিন। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দেলোয়ার হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক এসএম মিজানুর রহমান, আবু তালেব সর্দার প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, আমান উল্যা আমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, ক্রীড়া সম্পাদক শরীফ হোসেন, সহ-কোষাধ্যক্ষ আক্তার হোসেন, প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন সৌরভ, সমাজ কল্যাণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, কার্যনিবার্হী সদস্য নারায়ন রবিদাস, শিমুল হাছান, সদস্য এনামুল হক খোকন, জাহিদ হোসেন, মোশারফ হোসেন ফারুক মৃধা, জসিম উদ্দিন, মেহেদী হাসান, আব্দুল কাদির, সহযোগী সদস্য ফখরুল পাঠান, আমান উল্যা খান ফারাবী, মামুন হোসাইন, সাংবাদিক ফাহাদ খান প্রমুখ।

দৈনিক চাঁদপুর দর্পণ ফরিদগঞ্জ পরিবারের পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন আবু হেনা মোস্তফা কামাল, মাছুম তালুকদার ও গাজী মমিন।
উল্লেখ্য, ইকরাম চৌধুরীর দু’টি কিডনি অকেজো হয়ে দীর্ঘদিন অসুস্থ্য থাকারপর গত ২০২০ খ্রিষ্টাব্দের ৮ই আগষ্ট শনিবার ভোর ৪ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রেমিট্যান্স লোন বিতরণ শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করতে করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্ল্যাগিয়ারিজম চেকার চালু

সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকায় ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

এখন করোনায় আক্রান্তের ৮৫ ভাগই নন ভ্যাক্সিনেটেড ব্যক্তি : স্বাস্থ্যমন্ত্রী

চতুর্থ শিল্প বিপ্লবের যুগেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না : মোস্তাফা জব্বার

উত্তরবঙ্গে শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

করোনায় প্রাণ গেলো আরও ১৫ জনের, শনাক্ত ১৫২৭

তিন ঘন্টায় ডেঙ্গু সংক্রান্ত বীমাদাবি নিষ্পত্তির উদ্যোগ নিলো মেটলাইফ বাংলাদেশ

নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে সরকার কাজ করছে

ব্রেকিং নিউজ :