অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে- হাবীব মার্কেট (২য় তলা), হোল্ডিং # ১৮৯, হাজীগঞ্জ বাজার, বড়লেখা, মৌলভীবাজার-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর বড়লেখা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী নতুন শাখার শুভ উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, বড়লেখা বণিক সমিতির সভাপতি হাজী আব্দুল হান্নান, ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান কাজী মোতাহের হোসেন, সিলেটের আঞ্চলিক প্রধান ফয়সাল আহমেদ, বড়লেখা শাখার ব্যবস্থাপক তানভীর হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।