বাহিরের দেশ ডেস্ক: ফিলিপাইনে শুক্রবার শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস শুনে দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে তিন লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে এবং সমুদ্রসৈকতের রিসোর্ট থেকে পালিয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে বাতাসের ধ্বংসাত্মক গতি ও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবর আরব নিউজের।
দেশটির আবহাওয়া অফিস বলেছে, টাইফুনে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার। এটি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে।
এতে সতর্ক করা হয়েছে, বাতাসের গতি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি বিকালে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিয়ারগাওয়ের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
ধ্বংসাত্মক টাইফুনের তীব্রতায় অবকাঠামো ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।