300X70
শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ফুলবাড়ী হাসপাতালে প্রেসক্রিপশন নিয়ে টানাটানিতে অতিষ্ঠ রোগী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২২, ২০২২ ১:২০ অপরাহ্ণ

মিতু আক্তার, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) বিভিন্ন ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কক্ষসহ চিকিৎসকের দেওয়া রোগীদের প্রেসক্রিপশন (চিকিৎসাপত্র) নিয়ে টানাটানি, মুঠোফোনে প্রেসক্রিপশনের ছবি তোলার প্রতিযোগিতা, রোগী দেখার সময় নিজ খেয়ালখুশি মতো চিকিৎসকের চেম্বারে প্রবেশসহ নিজ নিজ কোম্পানীর ওষুধ ক্রয় করতে তাদের অযাচিত পরামর্শে অনেক রোগী বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে সমস্যা এড়াতে বিক্রয় প্রতিনিধিদের ভিজিটের সময় এবং স্থান বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। এমন কি জরুরি বিভাগসহ কয়েকটি জায়গায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তারা তা মানছেন না বলে জানা যায়।

গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের জরুরি বিভাগে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আব্বাস উদ্দিন জরুরি বিভাগ সামলাচ্ছেন। আর নতুন ভবনে কয়েকটি কক্ষে চিকিৎসকরা বহিঃবিভাগের রোগী সামলাচ্ছেন।

জরুরি বিভাগের বারান্দায় এবং বহিঃবিভাগারের ওষুধ সরবরাহের ফার্মসিষ্টের বারান্দায় মুখে বিভিন্ন কোম্পানীর ওষুধ প্রতিনিধিদের জটলা দেখা যায়। তারা রোগী কিংবা স্বজনদের হাতে প্রেসক্রিপশন দেখলেই সেদিকে ছুটে যাচ্চেন। প্রেসক্রিপশনের ছবি নিজ নিজ মুঠোফোনে তুলছেন, রোগী বা তাদের স্বজনদের সঙ্গে উপযাচক হয়ে কথা বলছেন।

এ চিত্র নিত্যদিনের। সাদেক আলী নামের রোগীর এক স্বজন বলেন, ‘রোগীর অবস্থা একটু জটিল হওয়ায় চিকিৎসক দ্রæত একটি ইঞ্জেকশন আনতে বলেছেন। কিন্তু জরুরি বিভাগের গেটে দাঁড়িয়ে থাকা প্যান্টশার্ট পরা বাবুরা প্রেসক্রিপশন কেড়ে নিয়ে দেখছেন আর মোবাইল ফোনে ছবি তুলছেন। এদিকে আমার রোগীর অবস্থা ভালো না।’

অন্য আরও দুইজন রোগীর স্বজনের সঙ্গে কথা বললে তারাও ক্ষোভের সঙ্গে বলেন, ‘হাসপাতালের রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা খুবই বিরক্ত করছেন।

হাসপাতালে তো আর বাইরের কোম্পানীর ওষুধ লেখা হয় না। তাহলে রোগীদের প্রেসক্রিপশন কাড়াকাড়ি করে মুঠোফোনে ছবি তোলার দরকারটা কী? আমরা রোগীকে ডাক্তার দেখাচ্ছি। বাহির থেকে ওষুধ কিনতে যাবো, রোগী কষ্ট পাচ্ছে, আর তারা প্রেসক্রিপশন কাড়াকাড়ি নিয়ে ব্যস্ত।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘আমি বিভিন্ন ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে সভা করেছি। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতাল চলাকালীন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বহির্বিভাগে কেউ প্রবেশ করতে পারবেন না।

এছাড়াও জরুর বিভাগে তারা যাবেন না। তারপরও তাদেরকে ঠেকানো যাচ্ছে না। প্রয়োজনে আবারো তাদের নিয়ে বৈঠক করে নির্দেশনা কার্যকর করার পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

মণিরামপুরে মাধ্যমিকে অটোপাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

নরসিংদীতে এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন

ময়মনসিংহের সন্তান সাবেক জাতীয় দলের ফুটবলার গাফফারের অজানা গল্প!

হজে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩

২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে ফাইবার অপটিক্যাল ক্যাবলে যুক্ত করা হবে : প্রতিমন্ত্রী পলক

জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি বিডিইউ পরিবারের শ্রদ্ধা

কুমিল্লার নাথেরপেটুয়ায় এক্সিম ব্যাংকের ১৩৭তম শাখার উদ্বোধন

ব্রেকিং নিউজ :