ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন: ফেনীতে জনতা ব্যাংকের নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ অক্টোবর) ফেনী সার্কিট হাউজের কনফারেন্স হলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ।
জনতা ব্যাংক নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম মো. কামরুল আহসান, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের জিএম মো. শহিদুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং অ্যান্ড ল’ ডিভিশনের জিএম দেলোয়ারা বেগম, ট্রেজারি অ্যান্ড ফরেন ডিভিশনের জিএম আবুল বাসার মো. আবদুল হান্নান, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেক্রেটারিয়েট জিএম মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী।
ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সব শাখায় খেলাপি ঋণ আদায় করার জন্য তদারকি বাড়ানোর পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ, নারী উদ্যোক্তা তৈরি, স্বল্প সুদের আমানত সংগ্রহে গুরুত্বারোপ করেন। তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সকল ইন্ডিকেটরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শাখা ব্যবস্থাপকদের মূল্যবান দিকনির্দেশনা দেন।