সংবাদদাতা, ফেনী: ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতায় গুলিবিদ্ধ যুবক এনামুল হক কাউছারের (১৯) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে চাচা আতাউল ইসলাম।
নিহত এনামুল হক কাউছার ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের ছেলে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
নিহতের চাচা আতাউল ইসলাম জানান, গত ১৫ই অক্টোবর দোকানের মালামাল কিনতে কাউছার ফেনী শহরে যায়। ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলা সংঘর্ষে জেলার বড় জামে মসজিদের সামনে কাউছার মাথা ও মুখে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী শহরের বেসরকারি হাসপাতালে প্রাথমিক ভর্তি করালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সে বাড়ি নিয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোরে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু।
পরে শুক্রবার রাতেই তার মরদেহ সোনাগাজী পৌর শহরের কাশ্মির বাজার সড়কের ভাই ভাই মঞ্জিলের বাসায় আনা হলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।
এদিকে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পেরে ও স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ রাতেই ওই বাড়িতে যায়।