ফেনী প্রতিনিধি: ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ১৩ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান। তিনি জানান, বাসটি অবৈধ ভাবে নীচ দিয়ে যাচ্ছিল। পরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধার করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, উদ্ধার অভিযান চলছ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে।