প্রতিনিধি, ফেনী :“ফেনী মুক্ত দিবসের অঙ্গিকার মাদক মুক্ত ফেনী আমার” এ প্রতিপাদ্যকে ধারণ করে ফেনী মুক্ত দিবস উপলক্ষে তরুণ সংঘের এক ব্যতিক্রম পদযাত্রার আয়োজন করে। মঙ্গলবার ভোর ছয়টার সময় ফেনীর পরশুরাম বিলোনীয়া সীমান্ত থেকে ৪৮ কিলোমিটার পাঁয়ে হেটে গত মঙ্গলবার সন্ধায় দাগনভূইয়া জিরো পয়েন্টে এসে পৌছায়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ইউএনও নাহিদা আক্তার তানিয়া,বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ, ওসি হাসান ইমাম, তরুন সংঘের চেয়ারম্যান মো. সোহাগ, সভাপতি টিএস রকি, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর লোকজন তরুনদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ে অবহিত ও মাদকমুক্ত ফেনী জেলা বাস্তবায়নের লক্ষে তরুন সংঘের এ পদযাত্রা বিরল দৃষ্টান্ত বলে জানান বক্তাগন। পদযাত্রায় একশত তরুন জাতীয় পতাকা বহন ও জনসচেতনতা মুলক লিপলেট বিতরণ করেন।