জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন মাসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও জুলাই-আগস্ট মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে । এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১২ দিন ধরে নতুন বই বিতরণ করা হবে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ‘বই উৎসব-২০২১’ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। সিলেবাস কাস্টমাইজ করার কার্যক্রম চলছে। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে জানাতে পারব। পরের স্তরে যেতে যেগুলো প্রয়োজন, সেগুলো মাথায় রেখে সিলেবাসকে কাঁটছাট করে ছোট করা হবে।’
ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি যদি অনুকূলে থাকে ২০২১ সালের জুন নাগদ এসএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করব। দশম ও দ্বাদশ শ্রেণি যেন নতুন সিলেবাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে।’