সংবাদদাতা, মানিকগঞ্জ: পদ্মার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে চতুর্থ দিনের কাজ চলছে। যোগ দিয়েছে আরেকটি উদ্ধারকারী জাহাজ রুস্তম।
আজ শনিবার সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায় উদ্ধারকারি জাহাজ রুস্তম। আগে থেকেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা।
এখন পর্যন্ত ১১টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ফেরিতে ১৭টি ট্রাক ও ১৬টি মোটরসাইকেল ছিলো।
এর আগে বলা হয়েছিল, ফেরি উদ্ধারে চাঁদপুর থেকে আনা হবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে। তথ্য মতে, এই প্রত্যয়ের ধারণ ক্ষমতা মাত্র ২৫০ টন আর পানিতে নিমজ্জিত ফেরিটির ওজন প্রায় ১ হাজার টনের মতো। আমাতন শাহ’র ওজনের কথা শোনার পর শেষমেশ পিছু হটে প্রত্যয়।
উল্লেখ্য, গত বুধবার সকাল ৯টায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে রো রো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। আর ঘাটে আসার পর পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পরে ডুবে যায়।