বাঙলা প্রতিদিন রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমানগামী ফ্লাইট এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে আবার চালু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী সব ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করা অনুরোধ জানিয়ে তাহেরা খন্দকার বলেন, ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।