বাহিরের দেশ ডেস্ক: ২০২২ সালের ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার তালিকা প্রকাশ হয়েছে, এতে স্থান পেয়েছেন বাংলাদেশের সাত যুবক।
২০১১ সালে ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস এ তালিকা প্রবর্তন করে। এতে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত আঠারোজন বাংলাদেশি তাদের অসামান্য কাজের জন্য তালিকাভুক্ত হয়েছেন।
এ বছর ত্রিশ বছরের কম বয়সী সাত বাংলাদেশি তিনটি খাতে তাদের কাজের জন্য তালিকাভুক্ত হয়েছেন। এ সব খাত হলো এন্টারপ্রাইজ টেকনোলজি, সোশ্যাল ইমপ্যাক্ট এবং ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি।
এন্টারপ্রাইজ টেকনোলজিতে স্থান পেয়েছেন এলিস ল্যাবসের প্রতিষ্ঠাতা শুভ রহমান।
সোশ্যাল ইমপ্যাক্ট খাতে আছেন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী ও মোহাম্মদ তাকি ইয়াসির এবং শাটলের সহ-প্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী ও জাওয়াদ জাহাঙ্গীর।
বন্ডস্টেইন টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা জাফির শফি চৌধুরী ও মীর শাহরুখ ইসলাম আছেন ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি খাতে।