বাঙলা প্রতিদিন ডেস্ক : বসন্তের আমেজকে বিদেশের মাটিতে ফুটিয়ে তুলতে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল “বসন্ত উৎসব”। ফ্রান্সে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন শাহআলম।
প্রাণবন্ত উপস্থাপনা করেন সাংবাদিক মারুফ অমিত।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহির , লুৎফুর রহমান বাবু , নয়ন মামুন , ইকবাল জাফর , শেখ সামিরা , মাছুমা ইসলাম নদী , তানিয়া রহমান , সুবর্ণা , মোহাম্মদ কাওছার , মাছুম মাহিন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রজন্মের মাঝে সংস্কৃতিকে তুলে ধরতে আলোচনা ও কেক কাটা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বসন্ত উৎসব আয়োজনের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। তিনি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেশি সংস্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে আরো শক্তভাবে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে আগত শিল্পী থেকে শুরু করে আয়োজক ও দর্শক সবাই অনেক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নন্দিত কণ্ঠশিল্পী সুমা দাস।
অনুষ্ঠানে আগত তরুণীরা ওচ্ছাস প্রকাশ করে বলেন প্রবাসে এরকম আয়োজন বাংলাদেশের সাথে মেলবন্ধন দৃঢ় করে।