বাহিরের দেশ ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর দক্ষিণ ক্যারোলিয়ায় আঘাত হেনেছে।
অভ্যন্তরীণ দিকে অগ্রসর হওয়ার সময় কিছু শক্তি হারানোর আগে ক্যাটাগরি ওয়ান হারিকেন হিসেবে ইয়ান ফিরে আসে এবং স্থানীয় সময় শুক্রবার বিকেল ৬টায় জর্জটাউনের কাছে আঘাত হানে। কিন্তু বিপদ কাটেনি। ফ্লোরিডাসহ ওই অঞ্চলে কয়েক দিন বন্যায় প্লাবিত হচ্ছে। খবর বিবিসির।
ফ্লোরিডার জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তারা শুক্রবার সকাল পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন।
গত বুধবার ভয়ংকর ঝড়টি ফ্লোরিডায় আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।
এনএইচসি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি ইয়ান।
দক্ষিণ ক্যারোলিনার উপকূলে ইয়ানের আঘাতে চারটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনপ্রিয় সমুদ্রতীরবর্তী শহর মার্টল বিচসহ আশপাশের এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ক্যারোলিনার প্রায় দুই লাখ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
ঘূর্ণিঝড় ইয়ান যেখানে আঘাত হেনেছে, তার প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে চার্লেস্টোন শহরে পানিতে ডুবে যাওয়া রাস্তাঘাট দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।