সংবাদদাতা, বগুড়া: বগুড়া সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৫ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে মাটিডালী বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কালিবালা গ্রামের তোজাম্মেল হকের ছেলে হাবিব (২৬) ও কর্ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে রকি (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব ও রকি একটি মোটরসাইকেলযোগে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালী বিমান মোড় এলাকায় পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া রকিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।