সংবাদদাতা, বগুড়া: দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের নেতা শেখ মর্তুজা কাওসার অভি (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় উপজেলার এমএম কার ওয়াশ অ্যান্ড শারমিনের পেছনে এ ঘটনা ঘটে।
মর্তুজা উপজেলা সদরের খন্দকারপাড়ার মৃত হোসেন কামাল ফুয়ার ছেলে ও হাট-বাজার ইজারা এবং স্টক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এ ছাড়াও শেরপুর পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে শেরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ওয়ার্কসপে মর্তুজা নিজের বাইক পরিষ্কার করতে দেন। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রসহ হামলা করলে তিনি জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে ওয়ার্কসপের পেছনের জঙ্গলের ভিতরে চলে যান। কিন্তু সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।