নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুইন্টার ইউনির্ভাসিটি র্স্পোটস চ্যাম্পিয়নশিপের এক ফুটবল র্টুনামেন্টে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) গণ বিশ্ববিদ্যালয়ের সাভার কাম্পাসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই ফুটবল ম্যাচে রয়েল ইউনির্ভাসিটি অব ঢাকাকে ৪-০গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলায় জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাউবি ফুটবল দল।
খেলার ১৫ মিনিটে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম গোল করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড
টেকনোলজি বিভাগের আইয়্যুব আলী। তিনি এরপর ৪০ মিনিটে আবারও গোল করেন। খেলার প্রথম
থেকেই আইয়্যুব আলীর সঙ্গে র্দুদান্ত দক্ষতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আক্রমণভাগে খেলেছেন ফয়সাল হোসেন।
তিনি খেলার ২৫ ও ৫০ মিনিটের সময় বাকি দুটি গোল
করেন। প্রতিটি গোলের ক্ষেত্রেই অ্যাসিস্ট করেছেন দলীয় অধিনায়ক মাহিদ হিমেল। শুরু থেকে তুমুল
আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ফুটবলের লড়াই। তবে পর পর কয়েকটি গোল হজম করতে
হয়েছে রয়েল ইউনির্ভাসিটি অব ঢাকাকে।
পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী
রক্ষণভাগ অতিক্রম করে মধ্যমাঠ পেরিয়ে যাওয়ার মতো তেমন কোনো সফল আক্রমণ চোখে পড়েনি।
পুরো খেলায় সবমিলিয়ে হাতে গোণা কয়েকবার গোলে র্শট নিতে পারলেও তা সফলতার মুখ দেখেনি। পুরো ম্যাচে দক্ষতার সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রক্ষণভাগ সামলেছেন সজীব। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বর্পূণ ভূমিকা রাখেন মোঃ তারেক মাহমুদ, রকিবুল
ইসলাম রকি, রিয়াদ, মাহমুদুল হাসান, মেহেদী হাসান ফয়সাল এবং মাসুদুর রহমান।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার খেলায়
জয়লাভ এবং নতুন দল হিসেবে শুরুতেই এমন উড়ন্ত সূচনা করায় খেলোয়াড়দের আন্তরিক
অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
পরর্বতী ম্যাচগুলোতেও সাফল্যের এই ধারা অব্যহত
থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপার্চায
(প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানুএবং প্রো-উপার্চায (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন
শির্ক্ষাথীদের এই সাফল্যে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলার র্সাবিক ব্যবস্থাপনা ও তত্ববাবধানে ছিলেন ইতিহাসের সহকারী অধ্যাপক ড. মো. আদনান আরিফ সালিম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান তুহিন।