300X70
মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে : মেয়র আতিকুল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৭, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

 

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ডিএনসিসিতে আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।’

মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো। ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। এই ভাষণের গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।’

মঙ্গলবার (০৭ মার্চ ২০২৩) সকালে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগরভবনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

আলোচনা সভা শুরুর আগে সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে মেয়র মোঃ আতিকুল ইসলাম নগর ভবনের মূলফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ।

আলোচনা সভায় মেয়র বলেন, ‘প্রকৃত ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রকৃত ইতিহাস বিকৃত করা যাবে না। ৭ই মার্চের ভাষণ কোন সহজ বিষয় ছিল না। একমাত্র বঙ্গবন্ধুর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এই ভাষণ সম্ভব হয়েছিলো। এই ঐতিহাসিক ভাষণ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। সত্যিই বাঙালি জাতিকে দাবায়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ জুড়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে দাবায়ে রাখা যাবে না।’

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমাদের সকলের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা মেয়র হতে পেরেছি, কাউন্সিলর হতে পেরেছি, সরকারি কর্মকর্তা-কর্মচারী হতে পেরেছি। আজ ৭ই মার্চে সবাই নিজেদের দায়িত্ব পালন করার অঙ্গিকার করতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’

এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকতা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

স্পেশাল অলিম্পিকের জন্য আলাদা বাজেট রাখা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিদায় ও বরণ

আজ টাইগারদের বিশ্বকাপ যাত্রা

আজ ইতালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

সন্দ্বীপ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৭২টি পাকা ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

ষড়যন্ত্র মোকাবিলা করেও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ: জয়

ভাষার শক্তি জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় করে : উপাচার্য ড. মশিউর রহমান

বিকাশ থেকে জিপিতে রিচার্জ করে বাইক, এসি, টিভি ও প্রতিদিন ক্যাশব্যাক জেতার সুযোগ

স্বপ্নজয়ী সায়মা ওয়াজেদ পুতুল : মানবকল্যাণে শেখ হাসিনার যোগ্য উত্তরসূরী।

ওয়ালটন হাই-টেক ইল্ডাস্ট্রিজ পিএলসি’র ১৬তম বার্ষিক সাধাণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ :