নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হলে বাংলাদেশ পুলিশ হবে বিশ্বমানের। শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য দেশের যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের চেয়েও অনেক এগিয়ে যাবে আমাদের পুলিশ বাহিনী।”
আজ মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম)’ ডিগ্রির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মাননীয় উপ-উপাচার্য।
ড. মশিউর রহমান আরও বলেন, “বঙ্গবন্ধু পুলিশ বাহিনী সংস্কারের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং তাঁর দ্বিতীয় বিপ্লব যদি বাস্তবায়ন করা সম্ভব হতো তাহলে পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতাসহ বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নয়ন বহু আগেই নিশ্চিত হতো।”
পুলিশের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে উপ-উপাাচর্য বলেন, “সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ অনন্য অবদান রেখেছেন, যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে”।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মোহাম্মদ নাজিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও উন্নয়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ।