বাঙলা প্রতিদিন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের গবেষণার মান বৃদ্ধি ও মৌলিকত্ব বজায় রাখার লক্ষ্যে প্ল্যাগিয়ারিজম চেকার চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের জমা দেওয়া বিভিন্ন আর্টিক্যাল, গবেষণাপত্র, থিথিস ইত্যাদি তাৎক্ষণিকভাবে লক্ষাধিক জার্নাল, লাইব্রেরিতে প্রবেশ করে জমা দেওয়া গবেষণাপত্র কপি করা হয়েছে কিনা তা চেক করা হয়।
এতে করে গবেষণার মৌলিকত্ব বজায় থাকে এবং গবেষণার আন্তর্জাতিকমান বজায় রাখতে সহায়তা করে। পার্শ্ববর্তী দেশ ভারতের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরণের প্ল্যাগিয়ারিজম ব্যবহৃত হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও একই ধরণের প্ল্যাগিয়ারিজম চালু করা হয়েছে।
এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তাদের থিথিসের যে সফট কপি জমা দিবেন তা প্ল্যাগিয়ারিজম চেকার ব্যবহার করে পরীক্ষা করা হবে। ওই পরীক্ষার তাদের জমা দেওয়া থিথিসের মান নিশ্চিত হলেই তারা পরীক্ষা দিতে পারবে। প্ল্যাগিয়ারিজম চেকারের চর্চা গবেষণার মান ও গ্রহণ যোগ্যতা বৃদ্ধি এবং গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত গবেষণায় কপি প্রতিরোধ করার জন্য চালু করা প্ল্যাগিয়ারিজম সফটওয়ার চেকারের রবিবার সকাল ১০টায় (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের কেন্দ্রীয় লাইব্রেরিতে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ প্ল্যাগিয়ারিজম সনাক্তকরণের সফটওয়ারের শুভ উদ্বোধন করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে এত বড় সাহস দেখায় নি।
এ উদ্যোগের ফলে এই বিশ্ববিদ্যালয়ে লেভেল অব এক্টিভিটি, লেভেল অব রিসার্চ স্টান্ডার্ড হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সামনের দিকে অগ্রসর হচ্ছে। গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে গবেষকদের অনুপ্রেরণা দেয়াসহ আগহী করার জন্য থিসিস এওয়ার্ড, গবেষণা এওয়ার্ড প্রচলন করা হয়েছে। গবেষণার অনুদানের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে। মানসম্পন্ন গবেষণা নিশ্চিত করতে ও চৌর্যবৃদ্ধির ঠেকাতে এ সফটওয়্যার বেশ কার্যকর হবে। কোন গবেষক এখন আর্টিকেল জমা দিলে তা বার বার চেক করে দেবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পাবলকি হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালুকৃত এ সফটওয়্যার ব্যবহারের জন্য গবেষকদের একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। সফটওয়্যারের গবেষণা বা থিসিস আপলোড করার পর কয়েক মিনিটের মধ্যে কতটুকু, কোন জায়গা থেকে গবেষণায় কপি করা হয়ে থাকলে তা রেফারেন্সসহ ফলাফল আকারে প্রকাশ করবে।