নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বিকেলে। এটি হবে চলমান একাদশ সংসদের একবিংশতম অধিবেশন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল ৪টায় সংসদের বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
বছরের প্রথম অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলা হবে।
প্রায় পুরো অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে।
রাষ্ট্রপতি হিসেনে এটিই হবে আবদুল হামিদের সংসদ অধিবেশনে শেষ ভাষণ। আগামী এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে।