300X70
সোমবার , ১ মে ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে ফের উৎপাদন শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ

সংবাদদাতা, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট প্রায় দুই দিন বন্ধ থাকার পর ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

আজ সোমবার (১ মে) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) রাত ১২টায় তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়।

জানা গেছে, রোববার (৩০ এপ্রিল) রাতে তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু পর প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবারহ শুরু হয়েছে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুই নম্বর ইউনিটটি বন্ধ ও এক নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। কিন্তু এই ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন ৯০০ থেকে ১০০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, তৃতীয় ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় প্রায় দুই দিন উৎপাদন বন্ধ ছিল। রোববার রাত ১২টা থেকে ফের চালু হয়েছে। এই ইউনিটে প্রতিদিন কয়লা লাগছে ৯০০ থেকে ১০০০ টন।

তিনি আরও জানান, দুই নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, সেটি বন্ধ আছে। দুই নম্বর ইউনিট ওভারহোলিং বা সংস্কারকাজ চলছে। সেটিও দ্রুত চালু করা হবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :