বাঙলা প্রতিদিন নিউজ : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের লক্ষ্যে ত্রাণ তহবিল
কার্যক্রমের পাশাপাশি মেডিকেল সেবা প্রদান করছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এ লক্ষ্যে অতি সম্প্রতি (গত ৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক।
সাহেবদিনগর উন্নয়ন ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন শপথ সংঘ এর সহায়তায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় চার শতাধিক স্থানীয় নারী-পুরুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও ফ্রি ঔষধ সেবা গ্রহণ করেন। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলেতে ক্ষতিগ্রস্ত পরিবারেরগুলোর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক।