বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশে বন্যার কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহযোগিতা করতে অস্ট্রেলিয়া
আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক
ই আজম, বীর প্রতীক।
উপদেষ্টা আজ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান।
সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত হাইকমিশনার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ত্রাণ উপদেষ্টা বলেন, দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলায় বন্যার পরিস্থিতি ও বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে।উপদেষ্টা আরো বলেন, আমরা বন্যার ত্রাণ কার্যক্রমের পর্যায় অতিক্রম করে পুনর্বাসন পর্যায়ের দিকে যাচ্ছি। এক্ষেত্রে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের যে
বিষয়টি, সেটির কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। বন্যার কারণে বিশেষ করে কৃষি খামারিদের সব চলে গেছে, এদের সহযোগিতা প্রয়োজন।
বৈঠক শেষে ফারুক ই আজম জানান, অস্ট্রেলিয়া বিষয়টি বিবেচনায় নিয়েছে এবং সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক, কর্পোরেশন এবং সংখ্যালঘু-সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।