প্রতিনিধি, সিলেট : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে সুরমা, কুশিয়ারা এবং ভারত থেকে আসা বরাক নদীর মিলনস্হলে (যা আমলশীদ ত্রিমোহনা নামে পরিচিত) ভাঙ্গনের ফলে সৃস্টি হয়েছে বন্যা। এতে সমগ্র জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরাক থেকে আসা পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারার উৎপত্তিস্থলে ভাঙ্গনের কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
প্রাকৃতিক দূর্যোগ কাকে বলে এখানে না আসলে বুঝার উপায় নেই, আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি আরো ভয়াবহ রুপ ধারণ করতে পারে।
স্থানীয় জনগণের দাবী ২০০৪ ইং সনে এই বাঁধটি নির্মান করার পরে পানি উন্নয়ন বোর্ডের আর কখনো কোনো তদারকি না করার কারণে এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে পড়তে হলো জকিগঞ্জ বাসীকে।
গতকাল শুক্রবার সন্ধায় বাঁধ ভাঙ্গন পরিদর্শনে আসেন সিলেট প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন, এসময় বিভাগীয় কমিশনার বলেন বাঁধ ভাঙ্গনের কারণ খোঁজে দেখা হবে এবং এই দূর্ভোগে মানুষের পাশে থাকার ইচ্ছা পোষণ করেন ও স্থানীয় ভাবে বাঁধ ভাঙ্গন রোধের আশ্বাস দেন।
স্থানীয় জনপ্রতিনিধিগণ বলেন, বাঁধ ভাঙ্গার কারণে সৃষ্ট হওয়া বন্যায় বারঠাকুরী ইউনিয়ন সহ গোটা উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের এই ভোগান্তি থেকে উত্তরণের জন্য বড় প্রয়োজন সরকারি সহযোগিতা।