নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনে খালের ওপর নির্মিত সেতুটি পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে বরিশাল থেকে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে সেতুটি ভেঙে যাওয়ায় বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এই পথের যাত্রীরা।
স্থানীয় লোকজন জানান, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়ায় যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টায় ট্রাকটি সেতুর মাঝবরাবর উঠলে এটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এর পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে কয়েক শ যানবাহন ও হাজারো যাত্রী।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এ সেতুর ওপর দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করে। আজ সকালে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানরীপাড়ার দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানারীপাড়া, পিরোজপুরের স্বরূপকাঠি, নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলার যানবাহনগুলো এই সেতু ব্যবহার করে। সেতুটি ভেঙে পড়ায় এসব এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে এই পথের যাত্রীরা।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।