এএইচএম সাইফুদ্দিন : কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিন ইউনিয়নে এসকিউ ফাউন্ডেশন গ্রুপের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম শফিউদ্দিন (শামীম) কর্মহীন ৯ জনকে মোটরচালিত রিকশা, ৯ জন দারিদ্র ও বিধবা মহিলাকে সেলাইমেশিন উপহার, দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা বাবদ নগদ অর্থ প্রদান ও ইউনিয়নের বিভিন্ন মসজিদ মন্দিরে এলাকার মানুষের আবেদনের ভিত্তিতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) উপজেলার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিন ইউনিয়ন ঈদগাহ্ মাঠে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, এডমিরাল আবু তাহরে, সাবেক নৌ প্রধান ও সদস্য কুমল্লিা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সাবেক চেয়ারম্যান কুমিল্লা জেলা পরষিদ, হাফিজ আহমেদ। উপদেষ্টা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ, মোঃ বাহদুরজ্জামান। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সাবেক মেয়র বরুড়া পৌরসভা, মাজহারুল ইসলাম মিঠু। সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান আগানগর ইউনয়িন পরিষদ, নুরুল ইসলাম নুরু। সাবেক সভাপতি বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও চেয়ারম্যান ঝলম ইউনয়িন পরিষদ, কামরুন নাহার শিখা। যুগ্ম-আহবায়ক বরুড়া উপজেলা আওয়ামী মহিলা লীগ ও মহিলা ভাইস চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ এবং সভার সভাপতি নারায়ণ চন্দ্র শীল, আওয়ামী লীগ নেতা, শিলমুড়ী দঃ ইউনয়িন ।
উপকারভোগী এক নারী বলেন, সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই কিন্তু টাকার অভাবে একটি মেশিন কিনতে পারি নাই। এই এসকিউ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে তাতে আমি খুব খুশি। আমাদের এলাকার কৃতি সন্তান শামীম সাহেবের জন্য অনেক দোয়া। আল্লাহ যেন সারাজীবন তাকে মানুয়ের সেবা করার সুযোগ দেয় ।
উপকারভোগী মোটরচালিত এক রিকশা চালক বলেন , আমিও এখন আমার পরিবারের মুখে হাসি ফুটাতে পারবো , আপনাদের দোয়ায় আমার আর কারো কাছে হাত পাততে হবে না ।
মসজিদ এর ইমাম সাহেব বলেন , আমরা যখনই মুসুল্লিদের বিভিন্ন অসুবিধার কথা নিয়ে শামীম সাহেবকে জনাই তিঁনি বরাবরই আমাদেরকে সহয়তা করে আসছেন , তিনি অত্যান্ত ধর্মভীরু ও প্রচারবিমুখ লোক শুধু আমাদের এখানেই নয় আমাদের এই অত্র এলাকায় উনি সবসময়ই গোপনে দান করেন।
এসকিউ গ্রুপ ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, কুমিল্লা জেলা দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন ( শামীম) বলেন, আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি আমি যত উপরেই উঠি না কেন আমার শেকর এই বরুড়ায় এই আপনাদের মাঝেই । আমি সব সমই চিন্তা করি এবং আমার বন্ধু ও সহকর্মীদের সাথে আলোচনা করি কিভাবে এলাকার সকলের সহযোগীতায় এগিয়ে আসতে পারি। সব সময় তো সময় হয়ে উঠে না কিন্তু আমি আপনাদের থেকে দূরেও না।
আমি আপনাদেরই লোক । আপনাদেরই পরম আত্নীয়। দিনবদলের সাথে সাথে এলাকার যেমন উন্নয়ন হয়েছে তেমনি জীবনমানেরও পরিবর্তন হয়েছে , তারপরেও সমাজে এখনও আমাদের কেউ আছেন যারা অসহায়। বিভিন্ন সময়ে তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আমার সাধ্যমত চেষ্টা করি তাদের পাশে থাকার।
আমি বিশ্বাস করি একটি পরিবারের হাতে কিছু টাকা দেওয়ার চেয়ে যদি তাকে বা তার পরিবারকে সাবলম্বী করার জন্য আমি কিছু করতে পারি তাহলে তার বা তার পরিবারের জন্য কিছু করতে পারলাম, তাকে আর কারও কাছে হাত পাততে হলো না।