নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : সরকার স্বেচ্ছায় গমনেচ্ছুক FDMN (FORCIBLY DISPLACED MYANMAR NATIONALS)-দেরকে কক্সবাজার জেলার কুতুপালং থেকে নোয়াখালী জেলার অন্তর্গত ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে।
ইতোমধ্যে, গত ৩ ডিসেম্বর ২০২০ হতে সর্বমোট ১০টি ধাপে ১৯,৩৮৫ জন FDMN-দের ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর নিকট হস্তান্তরের পূর্বে চট্টগ্রামস্থ বা বি বা ঘাঁটি জহুরুল হক এ তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। বা বি বা জহুরুল হক ঘাঁটিতে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করতঃ তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রশাসনিক সুবিধাদি প্রদান করা হয়।
গতকাল ১৬ ফেব্রুয়ারি আরও প্রায় ১৭০০ জন FDMN ভাসানচরে স্থানান্তরের নিমিত্তে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ রাত্রিযাপন করে। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।