300X70
মঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৬, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশে রুপান্তর, নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করেছেন শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী প্রফেসর গামিনি লক্ষণ পিরিস (PROF GAMINI LAKSHMAN PEIRIS)।

সফররত শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সাথে সাক্ষাতকালে এসব প্রশংসা করেন।

সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তারা দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক দৃঢ় হয়েছে। ভবিষ্যতে তা আরো গভীর হবে।
শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে আগ্রহ প্রকাশ করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে করোনা ঝুঁকির মধ্যেও শ্রীলংকার প্রেসিডেন্ট রাজা পাকশে বাংলাদেশে আসায় প্রতিমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী জানান, শ্রীলংকার সাথে বাংলাদেশের শিপিং সেক্টরের ব্যবসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বে অব বেঙ্গলে (বঙ্গোপসাগরে) শিপিংলাইনে বাংলাদেশ যতবেশি জায়গা করতে পারবে তত বেশি লাভবান হবে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং ২০২৬ সালে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে শ্রীলংকা সেগুলো ব্যবহার করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী হবে।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেবিরত্নে ((PROFESSOR SUDHARSHAN SENEVIRATNE)) উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :