300X70
রবিবার , ১২ জুন ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১২, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশে ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট ঢাকায় শুরু হয়েছে। দেশের ৫০টিরও বেশি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ দু’দিনব্যাপী এ সামিটে অংশ গ্রহণ করছেন।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) ব্যাংকারদের সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হতে ‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক এই দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ১২ জুন ২০২২ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে এই সামিটের উদ্বোধন করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, এবিবি চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংক-এর এমডি অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, এবিবি’র ভাইস-চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ আতাউর রহমান প্রধান, এবিবি’র ভাইস-চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের এমডি অ্যান্ড সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং এবিবি’র সেক্রেটারি-জেনারেল ও স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি অ্যান্ড সিইও খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।

যেহেতু ব্যাংকগুলো আরও পেশাদার গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য ডিজিটাল সার্ভিস অধিকহারে চালু করছে, তাই সমন্বিত সাইবার নিরাপত্তা দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসাবে আবির্ভূত হয়েছে। এমডি অ্যান্ড সিইও, সিওও, সিটিও, সিআইও এবং সিআইএসও সহ ব্যাংকিং খাতের ২০০ জনের বেশি কর্মকর্তা সামিটে অংশ নিচ্ছেন।

সামিটের প্রথম দিন আজ রোববার (১২ জুন) অমল ভাট, পার্টনার, পিডব্লিউসি, ‘সাইবার সিকিউরিটি ট্রেন্ডস ২০২২ – এ স্মল ইনসাইট ইনটু হোয়াট উইল থ্রেটেন আস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন; মোঃ মাহবুবুর রহমান আলম, সহযোগী অধ্যাপক, বিআইবিএম ‘বাংলাদেশে ব্যাংকিংয়ের সাইবারসিকিউরিটি ল্যান্ডস্কেপ ও কিছু সুপারিশ’ বিষয়ে; মোঃ মুইজ তাসনিম তাকী, ভিপি, আর্নস্ট অ্যান্ড ইয়াং এলএলপি, ‘আজকের ডিজিটাল যুগে সিইওদের জন্য সাইবারসিকিউরিটি অ্যাকশন পুনর্বিবেচনা’ বিষয়ে; দেবদুলাল রায়, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক ‘সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রক দৃষ্টিকোণ’ বিষয়ে; স্ত্রী নাইডু, এসভিপি অ্যান্ড জিএম, অ্যানুমালি ‘সাইবার থ্রেট ইন্টেলিজেন্স: কোলাবোরেশনস বিটুইন ব্যাংকস’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মারুফ আহমেদ, সভাপতি, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অ্যাসোসিয়েশন (আইএসএসএ), বাংলাদেশ চ্যাপ্টার ‘থট লিডারশিপ – বোর্ড লেভেলে সাইবার সিকিউরিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন; বিকাশ গর্গ, পার্টনার, ডেলয়েট টাচ তোহমাতসু ইন্ডিয়া এলএলপি, ‘ডেভেলপিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক’ বিষয়ে; বালাজি র, কান্ট্রি ম্যানেজার, ভারত এবং সার্ক, ম্যান্ডিয়েন্ট, ‘ব্যাংকিং রেজিলিয়েন্সের জন্য সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

‘ব্যাংকিং সাইবার নিরাপত্তা পদ্ধতির আধুনিকীকরণ’ বিষয়ে একটি সিইও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ডাচ বাংলা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মোঃ শিরিন, ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মওলা এবং মেঘনা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সোহেল আর. কে. হোসেন প্যানেলিস্ট হিসেবে অংশ নেন।

সামিটের দ্বিতীয় দিন ১৩ জুন ২০২২, জন কুয়ান, সেলস ডিরেক্টর, নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, ভিএমওয়্যার ‘ট্রান্সফর্ম সাইবার সিকিউরিটি অ্যাজ বিজনেস এনঅ্যাবলার’; নবজ্যোতি সরকার, সহযোগী পরিচালক, ডিজিটাল ট্রাস্ট, কেপিএমজি ইন্ডিয়া “4IR-তে রূপান্তরিত হওয়ার জন্য সাইবার নিরাপত্তা প্রস্তুতি” বিষয়ে; তারেক আমিন ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড; ‘ফিনটেকের জন্য ব্লকচেইন নিরাপত্তা’; জোয়েল ওং, ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর, সুইমলেন, ‘ট্রান্সফর্মিং টু ইন্টেলিজেন্স সিকিউরিটি অপারেশনস’ বিষয়ে; এবং বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট (যুগ্ম পরিচালক) এস এম তোফায়েল আহমেদ ‘আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

একই দিনে অ্যান্ড্রু কে, ডিরেক্টর, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এপিজে, ইলুমিও ‘র‌্যানসামওয়্যার থেকে সুরক্ষা: জিরো ট্রাস্ট নেটওয়ার্ক’ বিষয়ে মূল বক্তব্য রাখেন; দেবাশীষ জ্যোতি প্রকাশ, ভাইস প্রেসিডেন্ট এশিয়া, কোয়ালিস ‘অর্কেস্ট্রেশন এন্ড অটোমেশন ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট ফর একটিভ ভিসিবিলিটি’ বিষয়ে; জয়ন্ত কুমার ভৌমিক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত পরিচালক), পেমেন্ট সিস্টেম বিভাগ, বাংলাদেশ ব্যাংক ‘পেমেন্ট সিস্টেম অপারেশনস অ্যান্ড সিকিউরিটি’ বিষয়ে; এবং ট্রেলিক্স-এর পুনীত সাক্সেনা ‘হুমকি সনাক্তকরণ এবং প্রতিক্রিয়া উন্নত করার কৌশল’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

এবিবি চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন বলেন: “ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে যেহেতু সাইবার অপরাধ বাড়ছে, তাই আমাদের অবশ্যই ঝুঁকি মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত থাকতে হবে। হুমকির মাত্রা অধিক হওয়ায়, আমরা মনে করি, এটি ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী যৌথ প্রতিক্রিয়া এবং নলেজ শেয়ারিং অপরিহার্য।

আমরা আশা করি, এই দুই দিনের সামিটের পর অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং ভবিষ্যতের- চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করবেন।”

তিনি আরও বলেন, “সাইবার সংকট মোকাবেলায় ধারাবাহিক নীতিগত সহায়তা ও দিকনির্দেশনার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এবং সরকারি সংস্থাসমূহকে ধন্যবাদ জানাই। সিনিয়র ব্যাংকারদের একটি সংগঠন হিসেবে, এবিবি সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের সাথে সম্পূর্ণভাবে একত্রিত এবং ব্যাংকিং পেশাজীবীদের মধ্যে এটি গ্রথিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকিং পেশাজীবীদের সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর জন্য এই ধরনের আরও উদ্যোগের পরিকল্পনা আছে এবিবি’র।”

এই সামিটটি আয়োজনে সহায়তা করেছে বিশ্বখ্যাত কয়েকটি কোম্পানি। গোল্ড স্পন্সর হিসাবে আছে থাকরাল ও ভিএমওয়্যার এবং সিলভার স্পন্সর হিসাবে আছে ক্যাসপারস্কি, ওমেগা, ওয়ানওয়ার্ল্ড ও ট্রেলিক্স।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :