নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের কোনো স্থান নেই। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের মূলমন্ত্র।মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান সরকার উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর। সাম্প্রদায়িক, জঙ্গীবাদী ও সন্ত্রাসী শক্তিকে সমূলে উৎখাত ও সকল স্তরে প্রতিহত করতে হবে।
মন্ত্রী আজ নেত্রকোণায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প আয়োজিত উগ্রবাদ প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে পরিচালিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ নানা প্রকার উস্কানী, অপপ্রচার ও গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র, শিক্ষক অভিভাবক এবং গণমাধ্যম কর্মীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ যাতে বিস্তার না হয় সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নিরাপদ রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাসওয়ার্ড অন্যের কাছে হস্তান্তর করা যাবে না। সবখানেই টু স্টেপ ভেরিফিকেসন সক্রিয় রাখতে হবে। আমরা নিজেরা নিজেদের নিরাপদ রেখে অপপ্রচারের বিরুদ্ধে মতামত দিয়ে ডিজিটাল জগতকে নিরাপদ রাখতে ভূমিকা রাখতে পারি। ডিজিটাল হয়রানির প্রতিকারে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ অন্যান্য ক্ষেত্রে যেরূপ নিরাপত্তা দেয় তদ্রুপ ডিজিটাল ক্ষেত্রেও জনগণকে নিরাপত্তা প্রদান করতে হবে। তারা ইতোমধ্যে ডিজিটাল অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্ত্রী পুলিশের ভূমিকার প্রশংসা করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক ও ভাষা ভিত্তিক রাষ্ট্রের জন্য লড়াই করে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে গেছেন। বাংলাদেশ পৃথিবীর একমাত্র বাংলা ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র একথা উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষার উদ্ভাবক ও শিক্ষার ডিজিটাল রূপান্তরের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীর ৩৫ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। বাংলা হরফের বিস্তৃতি আরো অনেক বেশি। অসমীয়সহ অনেক ক্ষুদ্র নৃ- গোষ্ঠী বাংলা অক্ষরে নিজ ভাষা চর্চা করে আসছে। এই ভাষা ও অক্ষরকে ছোট করে দেখার কোন বিত্তি নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি সেমিনারে অংশ গ্রহণকারিদের সেমিনারে অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে ডিজিটাল অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান।
নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে, ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম, বিপিএম. শিক্ষাবীদ মতীন্দ্র সরকার এবং নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান বক্তৃতা করেন।