জায়েস গ্রুপের উদ্যোগে আরও উন্নত হল দেশের চক্ষুসেবার মান
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : অপটিকস ও অপটোইলেক্ট্রনিক্স টেকনোলজিতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান কার্ল জায়েস আজ বাংলাদেশ আই হসপিটালে দেশের প্রথম জায়েস ভিশন এক্সপার্ট সেন্টারের উদ্বোধন ঘোষণা করেছে।
দেশের চক্ষুসেবার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। দেশের মানুষের প্রয়োজন বিবেচনা করে আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক চক্ষুসেবার ব্যবস্থা ও উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে বিখ্যাত প্রতিষ্ঠানটি।
জায়েস ভিশন এক্সপার্ট সেন্টার উদ্বোধন করেন বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. নিয়াজ আব্দুর রহমান, কার্ল জায়েস ইন্ডিয়া (ব্যাঙ্গালোর) প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিগুয়েল গঞ্জালেজ ডিয়াজ এবং জায়েস গ্রুপের সার্ক অঞ্চলের রিজিওনাল হেড বিকাশ সাক্সেনা। অনুষ্ঠানটিতে জায়েস ভিশন এক্সপার্ট সেন্টারের সেইসব অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত চক্ষুসেবার সামগ্রী প্রদর্শন করা হয় যেগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
এই বিষয়ে কার্ল জায়েস ইন্ডিয়া (ব্যাঙ্গালোর) প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিগুয়েল গঞ্জালেজ ডিয়াজ বলেন, “বাংলাদেশ আই হসপিটালে ঢাকার প্রথম জায়েস ভিশন এক্সপার্ট সেন্টার চালু করতে পেরে আমরা আনন্দিত৷ অপটিক্যাল ইন্ডাস্ট্রিতে উদ্ভাবনের ক্ষেত্রে কার্ল জায়েস সর্বদা অগ্রগামী এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই সেবার ধারা নিয়ে আসতে পেরে আমরা গর্বিত ৷
আমাদের উদ্ভাবনী পদক্ষেপগুলি প্রতিটি রোগীর ব্যক্তিগত অবস্থা যাচাই করে ও প্রযুক্তিভিত্তিত পরিমাপ ব্যবস্থা দিয়ে তার ব্যক্তিগত প্রয়োজন অনুসারে লেন্স দিতে সহায়তা করবে৷ জায়েস-এর মাধ্যমে যেকোনো ব্যক্তি ও রোগী সবসময় সেরা অভিজ্ঞতা পাবে।”
জায়েস গ্রুপের সার্ক অঞ্চলের রিজিওনাল হেড বিকাশ সাক্সেনা বলেন, “জায়েস ভিশন এক্সপার্ট সেন্টারের উদ্ভোধন বাংলাদেশের মানুষের চক্ষুসেবাসহ তাদের জীবনযাত্রার সার্বিক মান উন্নত করার প্রতি আমাদের যে অঙ্গীকার, তা প্রতিফলিত করে। কার্ল জায়েসের বৈশ্বিক সম্প্রসারণ প্রক্রিয়ায় এটি একটি উল্লেখ্যোগ্য অধ্যায়। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল আই কেয়ার মার্কেটের সম্ভাবনার প্রতি আমাদের কোম্পানির আত্মবিশ্বাসও এতে স্পষ্ট হয়।”
বাংলাদেশ আই হসপিটালের এই সর্বশেষ সংযোজন সম্পর্কে ডা. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “জায়েস ভিশন এক্সপার্ট সেন্টার স্থাপনের লক্ষ্যে জায়েস গ্রুপের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।
এটি অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সজ্জিত এবং অত্যন্ত দক্ষ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত। হাসপাতালের উন্নত যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের এই সমন্বয় নিশ্চিত করে যে, প্রতিটি রোগী চোখের সর্বোত্তম চিকিৎসা পাবেন। এছাড়াও রোগীরা তাদের প্রয়োজন অনুসারে নির্ভুল চক্ষু পরীক্ষা, সুনির্দিষ্ট প্রেসক্রিপশন এবং উপযোগী সমাধান পাবেন।”
জায়েস ভিশন এক্সপার্ট সেন্টারে থাকছে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি। এর মধ্যে রয়েছে সেনট্রেশন ডিভাইস ZEISS VISUFIT 1000, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গ্রাহকদের জন্য উপযুক্ত চশমার ফ্রেম নির্ধারণ করতে পারে।
এতে ১৮০ ডিগ্রি ফেস ভিউ, ভার্চুয়াল ট্রাই-অন ও বিভিন্ন ফ্রেম তুলনা করে দেখার সুবিধাসহ বিশেষ কিছু ফিচার রয়েছে। এছাড়া সেন্টারটিতে অত্যাধুনিক প্রযুক্তি ও সেরা উপদানে তৈরি উন্নত মানের লেন্স, মানানসই ফ্রেম ও অন্যান্য অপটিক্যাল অ্যাকসেসরিজ পাওয়া যাবে।