মাঠে-মাঠে প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২১ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ আর্চারী দলের এ সাফল্যে বাংলাদেশ আর্চারী দলের সকল খেলোয়াড় কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
তিনি আশা প্রকাশ করেন, ফাইনালেও বাংলাদেশ ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
বাংলাদেশ দলের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে শক্তিশালী ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয়েছে। মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ কোরিয়ার বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর-২০২১ তারিখে প্রতিদ্বন্দ্বিতা করবে।