মাঠে মাঠে ডেস্ক : বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের খেলা শুরুর সময় দুই ঘণ্টা পেছানো হয়েছে। সিরিজের কোভিড-১৯ বিধি অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টার পরিবর্তে ১১টায় নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল বাংলাদেশের একজন কোচিং স্টাফের করোনা পজিটিভ আসে। এরপর এই কোচের সংস্পর্শে আসা সবাইকে পুনরায় টেস্ট করানো হয়। সকালে টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষায় থাকা দুই দলই খেলার সময় পেছানোর সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত রিপোর্টে সবার নেগেটিভ আসে।
এর আগে প্রথম ওয়ানডেতে খেলা শুরুর পর আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের করোনা পজিটিভ আসে। এ জন্য ম্যাচটি পরিত্যক্ত করতে হয়েছে। এরপরেই করোনা নেগেটিভ আসায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলেন প্রিটোরিয়াস।