উপদেষ্টা পরিষদের বৈঠক
বাঙলা প্রতিদিন ডেস্ক :বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করার লক্ষ্যে আয়ের ওপর দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ চুক্তি সম্পাদনের জন্য সর্বশেষ গত ১১-১৩ জানুয়ারি ২০২১ তারিখে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনা অনুযায়ী উভয় দেশ একটি সম্মত কার্যবিবরণী স্বাক্ষর করে।
কার্যবিবরণী অনুযায়ী খসড়া চুক্তির ওপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে গত ১৮ আগস্ট ২০২১ তারিখে ভেটিং গ্রহণ করা হয় এবং ভেটিংকৃত খসড়া চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরের জন্য গত ৬ জানুয়ারি ২০২২ তারিখে তৎকালীন মন্ত্রিসভার অনুমোদন গ্রহণ করা হয়।
কাতারের আমিরের বাংলাদেশ সফরকালে গত ২৩ এপ্রিল বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ চুক্তিটি স্বাক্ষরিত হয়।উপদেষ্টা পরিষদ এ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে।
ফারমার্স ব্যাংকের শাখাগুলোতে (বর্তমান পদ্মা ব্যাংক) জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত আদায়ের ব্যবস্থা:
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ এর ৩ ধারা অনুযায়ী গত ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) গঠন করা হয়। ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত অর্থ বিভাগ হতে ট্রাস্টের পরিচালন ব্যয় নির্বাহের জন্য ১০৫ কোটি টাকা এবং এর আওতাধীন বিসিসিটি ফান্ডে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।
উল্লেখ্য, টাস্টের অর্থ ব্যাংকে মেয়াদি আমানত হিসাবে জমা রেখে অর্জিত সুদ হতে ট্রাস্ট পরিচালনা এবং ট্রাস্ট ফান্ডের অর্থের অর্জিত সুদ হতে প্রতি বছর প্রকল্প গ্রহণ ও ব্যয় নির্বাহ করা হয়।
ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) লিমিটেডের বিভিন্ন শাখায় ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে বিসিসিটি এবং ট্রাস্ট ফান্ড হতে এক বছর মেয়াদে স্থায়ী আমানত হিসাবে ৫৯৭ কোটি ৬২ লাখ ৫২ হাজার ২৫২ টাকা রাখা হয়। ফেব্রুয়ারি ২০২৪ মাস পর্যন্ত ৯-৯ দশমিক শতকার ৫ টাকা সুদ হারে আসলসহ ব্যাংকের নিকট পাওনা ৮৭৩ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৮৫৩ টাকা। স্থায়ী আমানতসমূহের মেয়াদ অতিক্রান্ত হবার পর ব্যাংক অর্থ নগদায়ন করছে না। এমনকি, ট্রাস্টের অনুমোদন ব্যতীত স্বপ্রণোদিতভাবে নবায়ন করে যাচ্ছে।
গত ১২ ডিসেম্বর ২০২২ তারিখে পদ্মা ব্যাংক নভেম্বর ২০৩৮ সালের মধ্যে আমানতসমূহ পরিশোধ করা হবে মর্মে একটি পেমেন্ট প্ল্যান দাখিল করে। এ বিষয়ে গত ১৮ জানুয়ারি ২০২৩ তারিখে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ২০৩০ সালের মধ্যে পরিশোধের পরিকল্পনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু, ২১ জানুয়ারি পদ্মা ব্যাংক পিএলসি কর্তৃক আমানতকৃত টাকা শতকরা ৬ টাকা সুদ হারে ৭৬০ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৫৯১ টাকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কোনো মতামত ব্যতীত ৮ বছর মেয়াদি ব্যাংকের প্রিফারেন্স শেয়ারে রূপান্তর করে।
উপদেষ্টা পরিষদ-বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) লিমিটেড জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত পাওনা পরিশোধ না করায় উদ্ভুত সমস্যাসহ অন্যান্য সরকারি সংস্থার সমধর্মী সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সমন্বয়ে আলোচনা করে অর্থ আদায়ের সুনির্দিষ্ট পথ-নকশা অগ্রাধিকারভিত্তিতে প্রণয়ন করবে।