ইথিওপিয়ায় বাণিজ্য মেলায় বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, বাংলাদেশ কম মূল্যে বিশ্বমানের ঔষধ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে প্তানি করছে। প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এ রপ্তানি বাড়ছে। বাংলদেশ ঔষধ শিল্পে আধুনিক যন্ত্রপাতি ও তথ্যপ্রযুক্তির ব্যবহবান শুরু করেছে। দেশের প্রায় শতভাগ ঔষধ বাংলাদেশে তৈরী হচ্ছে। আগামী ২০২৫ সাল বাংলাদেশ প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূলে্যরবমেডিকেল পাণ্য রপ্তানির প্রত্যাশা করছে।
ইথিওপিয়ায় সফররত বাণিজী টিপু মুনশি, এমপি আজ (৪ মার্চগভীর রাতে )ইথিওপিয়ার রাজধাণী আদ্দিস আবাবায় ইথিও হেলথ-২০২২ এবং ফার্মাসিটিকেল বিনিয়োগ ফোরাম আয়োজিত বাণিজ্য বাণিজ্য মেলায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর এবং জাতিরপিতা বঙ্গবন্ধু শেখুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর্ষিকী পালন করছে। প্রধানমন্তী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। ২০৪১ সকলে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২৫৯১ মাকের্কন ডলার। বাংলাদেশের অর্থনীতি এখন ৪১৬তম। ২০৫০ সালে বাংলাদেশ বিশ্বের ২০টি বড় অর্থনীতির দেশে পরিনত হবে। ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ ৭৫১টি পাণ্য ২০৩টি দেশে রপ্তানি করে ৪৫.৩৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।