অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি)-এর প্রধান কার্যালয়ে সম্প্রতি বাংলাদেশ ফান্ড (ফান্ড সাইজ-টাকা ১,৭৫৭.৩৭ কোটি)-এর ট্রাস্টিশিপ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বাংলাদেশ ফান্ডের প্রাক্তন ট্রাস্টি অর্থাৎ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক নিযুক্ত বাংলাদেশ ফান্ডের নতুন ট্রাস্টি বিজিআইসি-এর নিকট তহবিলের ট্রাস্টিশিপ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।
উক্ত অনুষ্ঠানে বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, ফাইনান্সিয়াল কনসালট্যান্ট আনিসুজ জামান চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ফান্ড-এর প্রাক্তন ট্রাস্টি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ-এর পক্ষ থেকে এক্সিকিউটিভ অফিসার জনাব আবু ডালিম মোহাম্মদ ফজলুল্লাহ ও বাংলাদেশ ফান্ড-এর সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিঃ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আহমেদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।