পঞ্চগড় প্রতিনিধি : দেশের চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে এ কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছেন বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ।
তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনান্তে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিলো। তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিলো। আজ সকাল থেকেই এই স্থল বন্দর দিয়ে গাড়ি প্রবেশ করেছে।
গত ১৯ এপ্রিল থেকে মোট ১০দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।