তথ্যের অবাধ প্রবাহ কাজের গতি বাড়াবে : বাউবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : তথ্যের অবাধ প্রবাহ কাজের গতি বাড়াবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের আয়োজনে ও তথ্য অধিকার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন একথা বলেন।
তিনি আরো বলেন তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে জনগণের সাথে আস্থার সম্পর্ক তৈরি হয়। বাউবি প্রান্তিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও স্টেক হোল্ডারদের চাহিদামত তথ্য প্রদানে সবসময়ই সচেষ্ট রয়েছে। তথ্য অধিকার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কমিটি যথাযথ সেবা প্রদানে কাজ করে যাচ্ছে।
তিনি এপিএ-নৈতিকতা কমিটির নবম সভা শেষে তথ্য ও গণসংযোগ বিভাগের IPRD news clipping book & info. Cyclopedia এর মোড়ক উন্মোচন করেন। তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড.আ ফ. ম মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাউবি’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মামুন হাসান, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক এএইচএম আনিসুর রহমান আখন্দ, ওপেন স্কুলের শিক্ষক ড. মো: জাকিরুল ইসলামসহ বাউবির বিভিন্ন স্কুলের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।