নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও ইনোভেশন টিমের যৌথ উদ্যোগে আয়োজিত “ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ” বিষয়ে ফেস-২ এর দিনব্যাপী এক কর্মশালা রবিবার (২২ মে) গাজীপুরস্থ ক্যাম্পাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাউবি’র মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার মোস্তফা আজাদ কামাল উপস্থিত ছিলেন।
বাউবি’র আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রামের কনসালটেন্ট ও উপ-সচিব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম ।
এছাড়াও কর্মশালায় বাউবি’র রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সাদিয়া আফরোজ সুলতানা ও ইনোভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন । এ কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন স্তরের ৫৯ জন শিক্ষক ও কর্মকর্তা অংশ নেন।